বিশেষ, প্রতিনিধি;- তিন মাসের বকেয়া বেতন এবং কারখানা খুলে দেয়ার দাবিতে বেঙ্গল সোয়েটার ফ্যাশন লিমিটেডর বানিয়ারচালা, মেম্বার বাড়ি, ভবানীপুর গাজীপুর অবস্থিত কারখানার শ্রমিকরা কলকারখানা টঙ্গী,গাজীপুর অফিসে। শ্রমিকদের বেঙ্গল সোয়েটার ফ্যাশন লিমিটেডের পরিচয় পত্র থাকলেও প্রবৃদ্ধি অ্যাপারেল থেকে বেতন পেয়েছেন শ্রমিকরা। এখন শ্রমিকদের দায় বেঙ্গল নিচ্ছেনা প্রবৃদ্ধিও নিচ্ছে না অর্থাৎ মালিক নেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বেঙ্গল সোয়েটার ফ্যাশন লিমিটেড কারখানাটিতে প্রায় সাত(৭) শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন তারা কাজ হারিয়ে গত তিন মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের আইনগত সহযোগিতায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও গ্রীনবাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এগিয়ে এসেছে।
বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ গামেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর শাখার মাধ্যেম গত ০১/০২/২০২১ ইং তারিেখ কলকারখানা ও প্রিতষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীর এর উপমহাপরিদর্শক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারি ধারা বাহিকতায় আজ রোজ বৃহসপতিবার সকাল ১১ টায় শ্রমিকরা টঙ্গী কলকারখানায় অবস্থান। শ্রমিকদের দাবী গত-১৭/১১/২০২০ ইং তারিখ থেকে আজও পর্যন্ত বিনা মজুরীতে বে- আইনী ভাবে বন্ধ রাখছেন মালিকপক্ষ। এমনকি প্রত্যেক শ্রমিকের নাইটবিল বাবদ ৫০০০ থেকে ৬০০০ হাজার টাকা বকেয়া পরেছে সেটিও দিচ্ছে না কতৃপক্ষ। বিষয়টি সমাধানের চেষ্টায় কলকারখনার শ্রম পরিদর্শক দেওয়ান শামীম হোসেন বেঙ্গল সোয়েটার এবং প্রবৃদ্ধি এপ্যারেল উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন কিন্তু মালিক কেউ হতে চাচ্ছেন না বেঙ্গল সোয়েটার ফ্যাশন লিঃ। অপর দিকে শ্রমিকদের দাবী প্রবৃদ্ধি এপ্যারেল নামে বেতন পেয়েছেন তারা প্রমান ব্যাংকের মাধ্যমে মোবাইলে পাঠানো ম্যাসেজ।
অবশেষে কাউকে না পেয়ে আগামী ০৯/০২/২০২১ তারিখে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২৪(ক) অনুযায়ী আপোষ মীমাংসার বৈঠক ডেকেছেন টঙ্গীর কলকারখানা উপমহাপরিদশর্শক এর কার্যালয়ে।