উত্তরা প্রতিনিধি :ঢাকা মহানগরীর উত্তরায় -হেলাল মার্কেট এলাকায় বৈকাল রোডে অবস্থিত ক্লোথিং হিরো এ্যাপারেলস কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করার পায়তারা করছে মালিকের ইশরায়। উল্লেখ্য থাকে যে গত জুন ও জুলাই মাসেন বেতন ওভারটাইম সময়মতো পরিশোধ করার দাবিতে কারখানা বন্ধ হয় শ্রমিকরা কাজ বন্ধ করে রাখে। শ্রমিকরা তার পাওনা বেতন ওভারটাইমের জন্য কাজ বন্ধ করে রাখলে মালিকের ইশারায় কর্তৃপক্ষ ও ম্যানেজমেন্ট এর লোকজন অন্যায় ভাবে শ্রমিকদেরকে জোর করে অব্যাহতি প্রদানের স্বাক্ষর রেখে বের করে দেয়। ভুক্তভোগী শ্রমিকরা মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের কাছে সহযোগীতা চেয়ে আবেদন করায় বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠনের সভাপতির মাধ্যমে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ বলে খুব দ্রুতই বকেয়া পাওনা দিয়ে শ্রমিকদের পরিশোধ করা হইবে। দীর্ঘদিন অতিবাহিত হলেও ক্লথিং হিরো এ্যাপারেলস কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন।কর্তৃপক্ষের দেওয়া তারিখ অনুযায়ি কারখানায় গেলে ম্যানেজমেন্টের লোক সরাসরি গালাগাল ও বকাবাজি করে বলে পুলিশ বিজিএমইএ নিয়ে আসবি তারপর বেতন তোরা শ্রমিক না কাজ বন্ধ রাখছোস তোরা মাস্তান তোদের সাথে মাস্তানি করতে হবে এই বলে একটি নাম্বার দিয়ে পুলিশের ভয় দেখিয়ে কারখানা থেকে অকথ্য ভাষায় গালবাজি করে বের করে দিয়ে হুমকি ধামকি দিতে থাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও টি ভাসছে কেমন অশালীন আচরন করে ক্লথিং হিরো এ্যাপারেলসের কর্তৃপক্ষ। শ্রমিকদের বকেয়া বেতন পাওনাদী আদায়ে মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেত্রী সান্তনার সাথে কথা বললে তিনি বলেন ক্লথিং হিরো এ্যাপারেলসের মালিক কর্তৃপক্ষ অনেক ধূর্ত তারা শ্রমিকদের বকেয়া বেতন না দিয়া অন্যায় করে তাতে তাদের কোনও দোষ নেই শ্রমিকরা বকেয়া বেতন পাওনাদীর জন্য কথা বললে দোষ। শ্রমিক নেত্রি আরও বলেন শ্রমিকের বকেয়া বেতন আদায়ে প্রশাসনের জোড় আশু হস্তক্ষেপ কামনা করছি অন্যথায় শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কর্মসূচি দিতে বাধ্য থাকিব ভুক্তভোগী শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাওনাদী আদায়ে সকলের সহযোগীতা চেয়েছে । ক্লথিং এ্যাপারেলসের শ্রমিকের বকেয়া বেতন পাওনাদীর ব্যপারে কারখানা ডিএমডি ফয়সাল সাহেবের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে কথা বলতে চাইলে তিনি কথা না বলেই ফোন কেটে দেন ।