মোঃ সুজন সিকদার
মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগ সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন মৃধা,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বেগম,মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগন, দৈনিক দেশের কন্ঠ উপজেলা প্রতিনিধি মোঃ সুজন সিকদার, সরেজমিন
উপজেলা প্রতিনিধি মোঃ আসলাম হাং ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
উপজেলার ৬ টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ৭০ জন ইউপি সদস্য শপথগ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস। উচ্চ আদালতে ভোট পুনর্গণনার রিট এর কারণে সংরক্ষিত নারী আসনের ১ জন ও সাধারণ ১ জন সদস্য শপথগ্রহণ করিতে পারেননি।