মুকুল হত্যাকারীকারী দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও মানবাধিকার সংগঠন।
মানবন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা হারুন সরকার, সভা পরিচালনা করেন জুবায়ের সরকার। আরো উপস্থিত ছিলেন গ্রীনবাংলা ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর জেলা সহ-সভাপতি সুমি আক্তার, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম,গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের প্রতিনিধি শ্রমিক নেতা রাকিবুল হাসান সোহাগ,,, শাহিন মন্ডল, মোস্তফা কামাল সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
নিহত শ্রমিক মুকুলের বাবা নুরুল ইসলাম বলেন, আমি আর কিছুই চাই না, আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই। খুনিদের ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এসময় শ্রমিক নেতারা বলেন, মামলা হওয়ার পরেও এখন পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় খারাপ লক্ষন। আমরা এর তিব্র প্রতিবাদ করছি। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে আগামী শুক্রবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা করা হবে।
শ্রমিক নেতারা দাবি করেন মুকুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নির্মমভাবে হত্যা করে তার লাশটা রুমেই ঝুলিয়ে রেখে বাইরে থেকে তালা মারা হয়েছে। এরকম ভাবে আর কোনো শ্রমিককে যাতে জীবন দিতে না হয় এ জন্য দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।
শ্রমিকনেতা রাকিবুল হাসান সোহাগ আরও বলেন, বাড়িওয়ালারা শ্রমিকের টাকায় চলে। এক বাড়ি থেকে বছর না ঘুরতেই আরেক বাড়ির মালিক হচ্ছে। আবার সেই শ্রমিকে হত্যা করে ঝুলিয়ে রাখছে।আর কোন ছাড় নয় শ্রমিক নেতারা হুশিয়ারি দিয়ে বলেন আর একটা শ্রমিকের গায়ে কোন স্থানিয় বাড়িয়ালা সন্ত্রাসী কোন শ্রমিকের গায়ে হাত উঠালে দাত ভাঙা সমুচিত জবাব দেওয়া হবে।