রুপসা প্রতিনিধি :- রূপসায় আওয়ামী লীগ নেতার পিতার ইন্তেকাল জানাজা শেসে দাফন সম্পন্ন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলীর খানের পিতা হযরত আলী খান (১০৭) রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
(ইন্না ——রাজিউন)।
সোমবার যোহরবাদ পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টিএসবি ইউনিয়নের এমপির প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু, অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, সমাজসেবক শাহ নিয়াজ মাগদুম, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, টিএসবি ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ:মজিদ শেখ, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিথুন চৌধুরী ডাবলু, কাজদিয়া বাজার কমিটির সভাপতি জুলফিকার আলী,ইউপি সদস্য আ:জব্বার সরদার,মোস্তফা কামাল,কামাল হোসেন, সাবের কাজী, ফকরুল ইসলাম, মোয়াজ্জেম বাবু, আজিজুল ইসলাম, সজীব খান, লালন শিকদার প্রমূখ।
মৃতকালে তিনি ১০ছেলে ও ১মেয়েসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।