র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে বিপুল পরিমান ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদ করে ক্রয়-বিক্রয় করায় একজন গ্রেফতার।
নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী থানা আলেকারচর মেডিকেল কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমান বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদমদসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী হলোঃ কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিটিপাঁচপুকুরিয়া গ্রামের মৃত বজলু বেপারীর ছেলে মোঃ জমির হেসেন(৪০)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদ করে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।