র্যাব-১৫ এর অভিযানে টেকনাফের শাহপরীরদ্বীপে ০১ লক্ষ পিস ইয়াবা ও ০৭ ক্যান বিয়ারসহ দুইজন গ্রেফতার
র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, মাদকের একটি বড় চালান ফিশিং বোটযোগে সমুদ্র পথে মায়ানমার সীমান্ত হতে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি করিডোর ঘাটের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দলটি বর্ণিত এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি ফিশিং বোট হতে নেমে পলায়নের চেষ্টাকালে ১। মোঃ হাসান (৪৮), পিতা- মৃত আব্দুর রহমান, মাতা- মৃত হিরা বানু, গ্রাম-মজির ছড়া, ওয়ার্ড নং-০৬, ইউপি-লাম্বাগুনা, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার ও ২। মোঃ হোছেন (৩০) (মায়ানমার নাগরিক), পিতা- আব্দুল মবিন, মাতা-রাবেয়া খাতুনকে ধৃতসহ ফিশিং বোট জব্দ করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের ব্যবহৃত ফিশিং বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা হতে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৭ (সাত) ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।