র্যাব-১ রাজধানীর ভাটারা হতে বিপুল পরিমাণ বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার উদ্ধার।
র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা হতে প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য বিয়ার নিয়ে নারায়নগঞ্জ জেলার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপির ভাটারা থানাধীন নতুনবাজার এলাকাস্থ ১০০ ফিট রোড মাদানি এভিনিউ “রেড টাচ্ স্যানেটারী” দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ফরহাদ আলী (২৭), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মোছাঃ ফতে বেগম, সাং-চকশাহাব উদ্দিন (কিতাব বাড়ী), বলায়েরচর, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এ/পি ইবু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, ফতুল্লা ষ্টেডিয়ামের পাশে, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ’কে আটক করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৭১৮ ক্যান বিয়ার এবং ০১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।