র্যাব-৫ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর গ্রামের (ওয়ার্ড-০৮) চামা বাজারে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ০৫ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ী আটক ।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর গ্রামের (ওয়ার্ড-০৮) চামা বাজারে অভিযান পরিচালনা করে অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায় (ক) কম্পিউটার মনিটর-০৫টি, (খ) সিপিইউ-০৫টি, (গ) কী-বোর্ড- ০৪টি, (ঘ) মাউস- ০৫টি, (ঙ) হার্ডডিক্স -০৬টি, (চ) কম্পিউটার ক্যাবল-১৫টি সহ আসামী ১। মোঃ রাজিব (২৪), পিতা-মোঃ তাসিকুল ইসলাম, মাতা-মোছাঃ সাখেরা বেগম, সাং-বাহাদুর মোড়লতোলা, ২। মোঃ মোজাম্মেল হক (২২), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ মাজকেরা বেগম, সাং-শ্যামপুর টিকস (ওয়ার্ড-০৬), ৩। মোঃ মিলন রেজা (২৪), পিতা-মোঃ তরিকুল ইসলাম, মাতা-মোছাঃ জুলেখা বেগম, সাং-সদা শিবপুর (ওয়ার্ড-৬), ৪। মোঃ রেজাউল করিম (২৬), পিতা-মোঃ সাদিকুল ইসলাম, মাতা-মোছাঃ পানতারা বেগম, সাং-ওমরপুর (ওয়ার্ড-৪) এবং ৫। মোঃ শাহাদাত হোসেন (২৫), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-শরৎনগর (ওয়ার্ড-৮), সর্ব ইউপি-শ্যামপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।