র্যাব-৫ কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০১টি ওয়ান শুটার গান ০১টি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের শেখটোলা মোড়ের আব্দুল্লাহ মার্কেটের সামনে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) ০১টি বিদেশী পিস্তল, (খ) ০১টি ওয়ান শুটার গান, (গ) ম্যাগাজিন-০১টি, (ঘ) গুলি-০৭ রাউন্ড, (ঙ) মোবাইল সেট-০১টি এবং (চ) সীমকার্ড-০১টিসহ ১। মোঃ আপেল (২১), পিতা-মৃত কফিল উদ্দিন, মাতা-মৃত অজলি, সাং-হাদিগনর (৩নং ওয়ার্ড), ইউপি-৩নং শ্যামপুর ইউনিয়ন, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।