নিজস্ব প্রতিনিধি :- শ্রমিক ভাই ও বোনেরা কিছু অসাধু গার্মেন্টস মালিকদের নাটক হতে সাবধান :শ্রমিকনেতা ফরিদুল ইসলাম তার ফেসবুক ওয়াল থেকে তার আক্ষেপ এবং সথ্য ঘঠনা নিউজ আকারে তুলে ধরে প্রচার করা হইলো,, শ্রমিক ভাই ও বোনেরা কিছু অসাধু গার্মেন্টস
মালিকদের নাটক হতে সাবধান।
বর্তমানে কিছু গার্মেন্টস মালিক। নাটকীয় ভাবে শ্রমিকদের অধিকার থেকে বন্চীত করছে।
১। কারখানায় কৃত্তীম আন্দলন ও ভাংচুর করে। যেমন মালিক তাদের লোকজন দিয়ে ভাংচুর চালিয়ে সাধারন শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে ক্ষতিপুরন ছারা শ্রমিক ছাটাই করে। প্রথমে মামলা এবং পরে বলাহয় যে, তুমরা রিজাইন দিলে মামলা তুলে নেবো। শ্রমিকরা মামলাথেকে রেহাই পেতে রিজাইন দিতে বাধ্য হয়।
২। কৃত্তীম কাজের সংকট দেখায়।
যেমন এক ফ্লোরের কাজ অন্য ফ্লোরে দিয়ে, তাদের টার্গেট কৃত ফ্লোরে কাজের সংকট দেখিয়ে শ্রমিকদের লে- অফ এর আওতায় আনা হয়।এবং শ্রমিকদের অধিকার থেকে বন্চীত করা হয়। প্রথমে লে- অফ এবং পরে ছাটাই করেন।
শ্রমিক ভাই ও বোনেরা আপনাদের কারখানায় যদি এমন আভাস দেখেন। তাহলে অতিদ্রুত সংগঠিত হয়ে গঠনমুলক ভাবে প্রতিবাদ করুন। অথবা আপনার নিকটবর্তী এলাকায় শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করুন।
মোঃ ফরিদুল ইসলাম
সভাপতি আশুলিয়া শাখা কমিটি
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশ