খুলনা থেকে :- সাংবাদিক আলামিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক শ্রমজীবীদের কথা ও দৈনিক দেশের বার্তা 24 অনলাইন পত্রিকার সম্পাদক রাকিবুল হাসান সোহাগ সহ সকল সদস্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তারা।
সাংবাদিক মোঃ আলামীন-
গতরাত 2:30টায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন কালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজীউন।
মোঃ আলামীন বসুন্দিয়ার একজন তরুণ সাংবাদিক, তিনি ‘সাপ্তাহিক স্মৃতি’ পত্রিকার একজন বলিষ্ঠ সাংবাদিক ছিলেন।এর পূর্বে তিনি ‘রেড নিউজ’ পত্রিকায় কাজ করেছেন।
বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তার পিতা কাজী মোঃ আঃ মোতালেব মোল্যা।
সাংবাদিক আলামিনের আকস্মিক মৃত্যুতে শোক গভীর শোক ও সম বেদনা প্রকাশ করেছে দৈনিক শ্রমজীবীদের কথা ও দৈনিক দেশের বার্তা 24 পত্রিকার সকল সদস্য সাংবাদিকের পক্ষ থেকে মরহুম সাংবাদিক মোঃ আলামীন এর রূহের মাগফেরাত এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।