আশুলিয়া প্রতিনিধি;- জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সাভারের আশুলিয়ায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার দিকে আশুলিয়ার উষাপ্লটির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান , জমি সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় রহিম ও মতিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সকালে সেই জমির বাইন্ডারির ভেতরে রহিমের শ্রমিকরা কাজ করছিলেন।
এ সময় মতিন ও তার লোকজন বাউন্ডারি ভেঙ্গে ভেতর ঢুকে শ্রমিকদের মারধর করে ও পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ভুক্তভোগী এক শ্রমিক জানান, আমরা সকালে গাছ কাটার কাজ করছিলাম।
এ সময় কিছু মুখোশধারী অস্ত্রসহ লোকজন এসে আমাদের মারধর শুরু করে। তিন-চারজনের ফোনও কেড়ে নেয়। পরে প্রাণভয়ে আমরা পালিয়ে যাই।
ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরাদসহ আরও এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে আসে। তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করে