মোঃসোহাগ ;-সাভারের চাঞ্চল্যকর চটপটি বিক্রেতা জাকির (৩৬)সহ চার ভিকটিম অপহরণের ০৭ দিন পর চাঁদপুর জেলার মতলব থানাধীন দূর্গম চর হতে অপহৃত ভিকটিমদের উদ্ধারপূর্বক ০২ জন অপহরণকারী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব ঘৃণিত অপহরনকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
গত ১৫ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সাভার এলাকার জনৈক চটপটি ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩৬) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সংশ্লিষ্ট সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ মোঃ জাকির হোসেন এর বাড়ীওয়ালা শোভা আক্তার এর মোবাইলে অজ্ঞাতনামা ব্যক্তি কল করে জানায় জাকির হোসেন তাদের হেফাজতে আছে এবং তাকে জীবিত পেতে হলে মুক্তিপণ হিসেবে তাদেরকে ০৪ লক্ষ টাকা প্রদান করতে হবে এবং ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে জাকির’কে তারা প্রাণে মেরে ফেলবে। অপহৃত ভিকটিম জাকির’কে উদ্ধারে তার বড়ভাই মোঃ আলমগীর দেওয়ান (৫৪) ও দুই ভগ্নিপতি যথাক্রমে মোঃ কাশেম বাঘ (৫০) ও মোঃ শফি উদ্দিন (৫৩)’কে সাথে ২৫,০০০/-টাকা নিয়ে আসামীদের ঠিকানায় গেলে তাদেরকেও আটকে রাখে। ঘটনাটি বিভিন্ন পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয় যা অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সংক্রান্তে ভিকটিম জাকির হোসেন এর স্ত্রী র্যাব-৪ এর অধিনায়ক বরাবর একটি অভিযোগ দাখিল করেন। পরিপ্রেক্ষিতে র্যাব-৪ এর গোয়েন্দা দল এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২১/১২/২০২১ ইং তারিখ ১৭.২০ ঘটিকার সময় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বাহেরচর নামক প্রত্যন্ত চর এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে অপহৃত ০৪ জন ভিকটিম উদ্ধারসহ নিম্নোক্ত ০২ জন অপহরণকারী’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
(ক) মোঃ ওবায়দুল্লাহ দেওয়ান (৪৮), জেলা-চাঁদপুর।
(খ) মোঃ রহমত উল্লাহ দেওয়ান (৩৯), জেলা-চাঁদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। তারা আরো জানায়, গত ০৫/১২/২০২১ তারিখে ০২ নং আসামীর ০২ টি আটোরিক্সা চুরি হয়। উক্ত চুরির ঘটনায় সম্পুর্ন সন্দেহের বশঃবর্তী হয়ে আসামীরা সাভার হতে বর্ণিত ভিকটিম জাকিরকে অপহরণ করে অটোরিক্সা দুটির জন্য ০৪ লক্ষ টাকা আদায় করতে চেয়েছিল। গ্রেফতারকৃত আসামীরা ভিকটিম মোঃ জাকির হোসেন (৩৬) কে শিকল দিয়ে বেডের সাথে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনসহ হত্যার হুমকি প্রদান করে আসছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাকি দিতেই ভিকটিমকে চাঁদপুরের দুর্গম চরে আটক করে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপহরনকারীর বিরুদ্ধে র্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।