সাভার প্রতিনিধি :- সাভারের ব্যান্ড ইকো এ্যাপারেলসের শ্রমিকদের কল কারখানা প্রতিষ্ঠান অধিদফতর ঘেরাও,
আজ ২৭/১০/২০২০ ইং সকাল ১১ টায় কল কারখানা প্রতিষ্ঠান অধিদফতর ঘেরাও করে ভুক্তভোগী শ্রমিকেরা, শ্রমিকেরা জানান গত ২১/১০/২০২০ ইং কারখানার শ্রমিকেরা কারখানায় ডিউটি করার উদ্দেশে সকালে যেয়ে দেখে, কারখানার কিছু শ্রমিকদের কে কর্তৃপক্ষ বাহিরে রাখে তখন শ্রমিকেরা তাদের সহপাঠী কেন বাহিরে জানতে চায় কর্তৃপক্ষের কাছে, কর্তৃপক্ষ তখন টালবাহানা করে সময় পার করতে থাকে , এবং শ্রমিকেরা এক পর্যায়ে আন্দোলন করতে থাকে রাস্তা অবরোধ করে রাখে, কারখানা বে আইনি ভাবে পরিচালনা করার প্রতিবাদে।
এক পর্যায়ে ইন্ড্রাসটিয়াল পুলিশ কারখানার শ্রমিক দের কে রাস্তা থেকে সরে যাবার জন্য অনুরোধ করতে থাকে। শ্রমিকরা রাস্তা থেকে সরে না গিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যেতে থাকলে এক পর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারি পুলিশ সুপার আব্দুল আওয়াল বলেন ব্যান্ডো ইকো অ্যাপারেলস পোশাক শ্রমিকরা কারখানার আভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে সাভার-আশুলিয়া আরিচা মহাসড়ক বেআইনিভাবে অবরোধ করে রাখে তিব্র যানজট তৈরি হয় সাধারন মানুষ ভোগান্তির স্বীকার হতে থাকে, আমরা শ্রমিকদের অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকরা মহাসড়ক থেকে সরে না যাওয়ায় অবৈধ শ্রমিক জনতাকে ছত্রভঙ্গ করার লক্ষ্যে ও রাস্তাঘাট যানজট নিরসন সহ জানমালের নিরাপত্তার স্বার্থে শ্রমিকদের মৃদু লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়। শ্রমিকরাও উভয় দিক থেকে বৃষ্টির মত ইটপাটকেল ছুড়তে থাকে এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় সাথে আরো আহত হয় শ্রমিক দুইজন। শ্রমিকদের সকল বিষয়ে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী শ্রমিক নেত্রী সালেহা ইসলাম সান্তনা বলেন শ্রমিকদেরকে বেআইনিভাবে কারখানা থেকে চাকুরিচুত্য করে কারখানা কর্তৃপক্ষ, আমরা কারখানা কর্তৃপক্ষের এই অন্যায়ের তিব্র প্রতিবাদ জানাই, আমরা কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মী ভুক্তভোগী শ্রমিকদের নিয়ে বিজিএমইএ অফিসে যাই। সেখানে কোন সমাধান না পেয়ে কষ্টকরে প্রায় ২৫০ জন শ্রমিক নিয়ে কল কারখানা অধিদফতরের সামনে অবস্থান নিয়েছি শ্রমিকদের আইনগত ভাবে সুস্থ সমাধান না হলে আমরা কল কারখানা অধিদফতর ছেড়ে যাবো না। অন্যদিকে শ্রমিকনেত্রী লাভলি ইয়াসমিন বলেন কারখানার মালিক একজন চাটুকার শ্রমিকের দাবির আদায়ে আমরা একমত, শ্রমিকদের কলকারখানা অধিদফতর ঘেরাও অবস্থান কর্মসুচিতে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লিগের সাভার আশুলিয়ার সভাপতি রাকিবুল হাসান সোহাগ, থানা কমিটি সদস্য রানা সরকার, মোঃ আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প লীগ,সাভার থানা, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ আলামিন,সহ,রাজু,ফাতেমা, রুমা আক্তার অনেকে নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন। শ্রমিক নেত্রী শান্তনা বলেন কলকারখানা অধিদফতরে সহকারি পরিচালক আমাদের জানিয়েছে আগামি বৃহস্পতিবার উক্ত কারখানা নিয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সহ উভয় পক্ষ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস দিয়েছেন।