নিজস্ব প্রতিনিধি :সাভারের আশুলিয়ায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বাংলাদেশ পুলিশের কমিনিউটি পুলিশিং ডে ২০২০, ইন্ড্রাসটিয়াল পুলিশ ঢাকা -১ পুলিশ লাইন শ্রীপুর মিলানায়তনে।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে সূচনা করেন ডি আইজি জনাব মাহাবুবুর রহমান (বিপিএম,পিপিএম, ডি আই জি,ইন্ড্রাসটিয়াল পুলিশ)অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন ইন্ড্রাসটিয়াল পুলিশ-১ এর ডাইরেক্টর জনাব শামীনুর রহমান পুলিশ সুপার ইন্ড্রাসটিয়াল পুলিশ -১, কমিনিউটি পুলিশিং ডে এর আজকের মূর স্লোগান মুজিব বর্ষের অঙ্গীকার দেশ হবে জনতার, ইন্ড্রাসটিয়াল পুলিশের মূলমন্ত্র কমিনিউটি পুলিশ সর্বত্র,
অন্যদিকে কমিনিউটি পুলিশিং ডে উপলক্ষে শ্রমিকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে গ্রীনবাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে সাভার আশুলিয়া সভাপতি শ্রমিক নেত্রী সেলিনা ইয়াসমিন বলেন গার্মেন্টস সেক্টরে কাজ করার সময় নারী শ্রমিকরা যেন কোন যৌন হেনস্তার শিকার না হয় সে বিষয়ে পুলিশ কি সজাগ থাকার আহ্বান জানায়, এবং রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে নারী শ্রমিককে নিরাপত্তার জন্য জোর দাবি জানায় এই নেত্ররী, অন্যদিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি শ্রমিকনেতা ফরিদুল ইসলাম বলেন বর্তমানে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে সমন্বয় করে সকল প্রকার শ্রম অসন্তোষ নিরসনে কাজ করে যাচ্ছে ইন্ড্রাসটিয়াল পুলিশ। তিনি আরো বলেন কোন কারখানার শ্রমিকের অভিযোগের বিষয়ে তদন্ত হলে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে রেখে তদন্ত কার্য চালানোর জন্য তিনি অনুরোধ করেন।
এ সময় আরো উপস্তিথ ছিলেন বিজিএমইএর পরিচালক জনাব নজরুল ইসলাম, সহ বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধি বৃন্দ