সাম্প্রতি করোনাভাইরাস এবং বন্যার কারণে দেশের পরিস্থিতি চরম বিপর্যয় পৌঁছেছে দেশের প্রতিটি নিম্নাঞ্চলের অবস্থা নাজুক ঠিক তেমনি ঢাকা সাভারের অবস্থাও একই রকম। সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর সাভারের বন্যার্ত মানুষের পাশে দাড়ায়। তিনি নিজে বন্যার্থ মানুষের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার জন্য বন্যার পানিতে নেমে মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয় ইতিপূর্বে তাহার অনেক কার্যক্রম চোখে পড়ার মতো। সাভার তেতুলঝড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ফখরুল আলম সমর একজন সামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়ায় তিনি করোনার সময় হাজারো কর্মহীন শ্রমিকদেরকে খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন। এলাকাবাসী এরকম একজন জনপ্রতিনিধির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।