বিধিনিষেধ লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সাভার উপজেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনে সাভারে ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সাভার উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও ব্যক্তিগত গাড়ী নিয়ে বের হওয়ায় আজ শুক্রবার উপজেলার বিভিন্কয় অভিযান চালিয়ে ৫৫টি মামলা দায়েরসহ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে সাভার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবারও ১২ টি মামলায় ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন এর দ্বিতীয় দিনে (২ জুলাই ২০২১) সাভার উপজেলায় লকডাউন বাস্তবায়নের জন্য ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে সাভার উপজেলার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার পৌর এলাকা, বাইপাইল, চন্দ্র্রা, কাঠগড়া, আশুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান, মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করা হয়।
যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সাভার মডেল থানা পুলিশ এবং আশুলিয়া থানা পুলিশ সাভার উপজেলার প্রত্যেকটি মহাসড়ক এবং সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করেছে। শুক্রবার সাভার উপজেলার বিভিন্ন এলাকায় এবং হাটবাজারে ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করা এবং আইন ভঙ্গের অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। আইন অমান্যকারী বিভিন্ন ব্যক্তি ও দোকান মালিককে ৪২,০০০ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম বলেন, করোনার বিরুদ্ধে এই যুদ্ধে সকলের সম্মিলিত সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই বিজয় লাভ করা সম্ভব। তিনি সকল নাগরিকদের প্রতি অনুরোধ করে বলেন, সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন, সরকারকে সহযোগিতা করুন। করোনাভাইরাস মোকাবেলা আমাদের সকলের দায়িত্ব। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সাভার উপজেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনে সাভারে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সাভার উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও ব্যক্তিগত গাড়ী নিয়ে বের হওয়ায় আজ শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি মামলা দায়েরসহ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে সাভার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবারও ১২ টি মামলায় ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন এর দ্বিতীয় দিনে (২ জুলাই ২০২১) সাভার উপজেলায় লকডাউন বাস্তবায়নের জন্য ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে সাভার উপজেলার আমিনবাজার, হেমায়েতপুর, সাভার পৌর এলাকা, বাইপাইল, চন্দ্র্রা, কাঠগড়া, আশুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান, মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করা হয়।
যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সাভার মডেল থানা পুলিশ এবং আশুলিয়া থানা পুলিশ সাভার উপজেলার প্রত্যেকটি মহাসড়ক এবং সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করেছে। শুক্রবার সাভার উপজেলার বিভিন্ন এলাকায় এবং হাটবাজারে ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করা এবং আইন ভঙ্গের অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। আইন অমান্যকারী বিভিন্ন ব্যক্তি ও দোকান মালিককে ৪২,০০০ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম বলেন, করোনার বিরুদ্ধে এই যুদ্ধে সকলের সম্মিলিত সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই বিজয় লাভ করা সম্ভব। তিনি সকল নাগরিকদের প্রতি অনুরোধ করে বলেন, সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন, সরকারকে সহযোগিতা করুন। করোনাভাইরাস মোকাবেলা আমাদের সকলের দায়িত্ব।