রাকিবুল ইসলাম সোহাগ :-সাভার আশুলিয়ায় দিনে চালায় গাড়ি রাতে করে ছিনতাই। ছিনতাইকারী ওয়াছকুরুনীকে ধরেছে পুলিশ ।
যুবক ওয়াছকুরুনীকে সবাই চালক হিসেবেই চিনে । সে দিনের বেলায় ভাড়ায় গাড়ি চালায়। কিন্তু রাত হলেই বদলে যায় তার পেশা। পাল্টে যায় খেটাখাওয়া সুন্দর চরিত্র । চালকের পেশা ছেড়ে সে রাস্তায় নামে ছিনতাইয়ের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় টাকা ছিনতাইয়ের সময় তাকে আটক করা হয়। শেরপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিএনবি এলাকায় এক ভ্যান চালক বিভিন্ন দোকানে মালামাল পৌঁছে দিয়ে নগদ টাকা নিয়ে সাভারে আসছিলেন। এ সময় ওয়াছকুরুনী ভ্যান চালককে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। ওই ভ্যান চালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওয়াছকুরুনীকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে এক দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ছিনতাইকারী দিনের বেলায় ভাড়ায় গাড়ি চালাতেন। কিন্তু রাত নামলেই তিনি বেশ কয়েকজনকে নিয়ে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হন। তার সাথে অন্য কেউ জড়িত আছেন কিনা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।