নিজস্ব প্রতিনিধি :-১৫ আগষ্ট উপলক্ষে ইয়ারপুর কাঠালবাগ মহল্লার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়:মনসুর দেওয়ানের উদ্যগে।উক্ত দোয়া মিলাদে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেনির পেশার মানুষ। দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন মোঃ আ:হান্নান দোয়া মাহফিলে বংঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল নিহতদের জন্য রুহু মাগফিরাত কামনা করে এবং বংঙ্গবন্ধু কন্যা জননেত্রি হাসিনার দির্ঘায়ু ও সু সাস্থ্য কামনা করেন। ১৫ আগষ্ট শোকের মাসের এই কাল রাত্রি যেন পৃথিবীর আর কোন দেশে না হয় সেই মঙ্গল কামনা করা হয়