রাজধানীর আদাবর থানা এলাকা হতে ওমান প্রবাসীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর অপরাধের স¦রূপ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসাবে গ্রহণ যোগ্যতা পেয়েছে। র্যাব খুন,অপহরণ, প্রতারণাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার প্রধান আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় RAB -2 এর একটি আভিযানিক দল, গত কাল রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক পিসি কালচার হাউজিং এলাকা হতে চট্টগ্রাম আনোয়ারা থানার মামলা নং-৩২/৩২, তারিখ- ৩০/০১/২০২১ইং মামলার পলাতক আসামী মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া(৫৯) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া(৫৯) ওমানে থাকা অবস্থায় এক প্রবাসীর (বাদী) নিকট হতে বিভিন্ন সময় ধারের কথা বলে ১,০২,০০,০০০/- (এক কোটি দুই লক্ষ ) টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাদী টাকা চাইতে গেলে সে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়। ধৃত আসমীর বিরুদ্ধে ২০১৪ সালেও প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার করার জন্য এক প্রবাসী বাদী হয়ে মামলা রুজু করেছিলো। সে মামলায় মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া বিজ্ঞ আদালতে হাজির না হওয়াতে বিজ্ঞ আদালত তখন তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়ে ছিলো। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া ওমানে থাকা অবস্থায় আরো অনেক প্রবাসীদের নিকট হতে প্রতারণা করে টাকা নিয়ে বিশাল সম্পদের মালিক হয়ে যায়। আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ কর্তৃক এ প্রতারণার সাথে জরিতদের সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখবে।