নিজস্ব প্রতিনিধি:শ্রমজীবী মানুষের জানেরজান শ্রমিক নেতা আল কামরান। সর্বস্তরের সকল মেহনতি শ্রমিক-জনতা কে পবিত্র ঈদুল আযহার ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। পরীক্ষিত শ্রমিকনেতা আল কামরান ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা মহামারীর এই সংকটময় সময়ে দেশের সকল শিল্প সেক্টরে দুর্যোগ দেখা দিয়েছে অনেক কারখানায় ঠিকমতো বেতন-বোনাস দিতে পারেনি তবে যেসব কারখানায় সরকারি প্রণোদনায় বেতন-বোনাস পরিশোধ করেছেন সকলকে সাধুবাদ জানাই এখনো যে সব কারখানায় বেতন-বোনাস পরিশোধ করেননি সেসব কারখানা মালিকদের উদ্দেশ্যে বলতে চাই মালিক শ্রমিক ভাই ভাই পোশাক শিল্পের উন্নয়ন চাই এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকদের সাথে মত বিনিময় করে আপনার কারখানার সমস্যার সমাধান করুন করোনা মহামারী পরিস্থিতিতে বায়ারদের ক্রয়াদেশ বাতিল করা অমানবিক। দেশের দুর্যোগকালীন সময়ে সকলকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানায় শ্রমিকনেতা আল কামরান