পবিত্র ঈদুল আযহা উপলক্ষে 4 নং টিএসবি ইউনিয়ন পরিষদের সর্বস্তরের সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রুপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাম্মৎ ফাতেমা ইয়াসমিন বুলু। মোসাম্মৎ ফাতেমা ইয়াসমিন বুলু বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রেরণা ধারণ করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তিনি করোনা মহামারীর সময় কৃষকের ধান কেটে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় ফাতেমা ইয়াসমিন বুলু সরল মনের অধিকারী ও পরোপাকারী। এলাকাবাসী ফাতেমা ইয়াসমিন বলুর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে। ফাতেমা ইয়াসমিন বুলু ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন করোনাভাইরাস মোকাবেলায় সকলে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করুন এবং সরকারি বিধি-নিষেধ মেনে চলুন সকলে মাক্স পরিধান করুন।